ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩ হাজার ছয়শত সত্তর পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. রুনা বেগম (৩৭) নামের এক নারী ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বর্ডারগার্ড (বিজিবি) সদম্যরা।
সোমবার (২০ জানুয়ারি) সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীনস্থ কসবা সীমান্তবর্তী এলাকার কাজিয়াতলী বিওপির টহলদল তাকে আটক করেন। আটক হওয়া ওই নারী কসবা উপজেলার ধজনগর গ্রামের মৃত মো. রোসেন আলীর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, কাজিয়াতলী বিওপির সদস্যরা উপজেলার গোসাইপুর নামক স্থান হতে মোছা. রুনা বেগমকে ৩ হাজার ৬৭০ পিস ইয়াবাসহ আটক করে। পরে রুনা বেগমকে কসবা থানায় সোপর্দ করা হয়।
কেকে/এএম