হবিগঞ্জের লাখাই উপজেলা মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম (৬০), সালাউদ্দিন সুমন (৪০) সাবেক সভাপতি, বশির আহমেদ (৪৫) দাতা সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ দাখিলের পর তদন্তের জন্য নোটিশ প্রদান করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন।
নোটিশ সূত্রে জানা যায় যে, গত ৮ অক্টোবর মোড়াকরি গ্রামের ২নং ওয়ার্ডের বাসিন্দা গিয়াস উদ্দিন মিয়ার ছেলে আব্দুল মোতালিব (৩২) বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে জেলা শিক্ষা অফিসার বরাবর মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, সালাউদ্দিন (সুমন) ও বশির আহমেদকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে জেলা শিক্ষা অফিসারের নির্দেশে গত ২২ অক্টোবর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরিত একটি নোটিশ প্রদান করা হয় বাদী এবং বিবাদী পক্ষকে।
৮ অক্টোবর নোটিশে উল্লেখ করা হয়েছে, উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে বিবাদীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে আগামী ৫ নভেম্বর সকাল ১১টায় বিদ্যালয়ের অফিস কক্ষে তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হবে। এ তদন্ত কার্যক্রমে স্বপক্ষীয় কাগজপত্রসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, অভিযুক্ত বিবাদী অধ্যক্ষ নুরুল ইসলাম ৩২ বছর যাবৎ মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজে শিক্ষকতা করছেন, বিবাদী সালাউদ্দিন (সুমন) লাখাই উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজের ২০১৪- ২০২৪ পর্যন্ত সভাপতি ছিলেন। শেষ অভিযুক্ত বিবাদী বশির আহমেদ ২ নং মোড়াকরি ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজের দাতা সদস্য হয়েছেন জমি ছাড়াই।
প্রসঙ্গত, জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রকৃত জমির মালিকরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছে।
অভিযোগের বিষয়ে জানতে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগ পত্রটি পেয়েছি এবং অনিয়ম-দুর্নীতির বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা শিক্ষা অফিসারকে দায়িত্ব দিয়েছি এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ডিজি বরাবর পাঠানো হবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে উপজেলা শিক্ষা অফিসার আলতাফ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, জেলা শিক্ষা অফিস থেকে আমাকে দায়িত্ব দিয়েছে অভিযোগটি তদন্ত করার জন্য। আমরা দুই পক্ষকে নোটিশ দিয়েছি নির্দিষ্ট তারিখে ডকুমেন্টস নিয়ে উপস্থিত থাকার জন্য।
অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে মোড়াকরি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি কোনো দূর্নীতি অনিয়মের সাথে জড়িত নয়। আমার সাথে আরো দুইজনের নাম নোটিশে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে অভিযোগকারী আব্দুল মোতালিবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগ পত্রটি আমি দাখিল করেছি এবং নোটিশ পেয়েছি বলে নিশ্চিত করেন।
কেকে/এজে