কুষ্টিয়ার কুমারখালীতে এক ভ্যানচালক হত্যা মামলার চার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ভ্যানচালকের নাম মজিবর রহমান শেখ। তিনি উপজেলার পান্টি ইউনিয়নের দক্ষিণ মুলগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। গ্রেফতার হওয়া আসামীরা সবাই নিকট আত্মীয়।
সোমবার(২০ জানুয়ারি) দুপুর ২টার দিকে আসামীদের আদালতে পাঠিয়েছে পুলিশ। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে একই গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-নিহত মজিবরের ছোট ভাই মজনু শেখ (৫৫), তাঁর স্ত্রী সায়েরা খাতুন (৪৫), ভাগ্নে অমিত হাসান (৩৬) ও চাচা নাসির শেখ (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বসতবাড়ি জমি এবং ২৫ হাজার পাওনা টাকার জেরে ২০২৪ সালের ১ নভেম্বর ভ্যানচালক মজিবর রহমানকে মারপিট করে জখম করে তাঁর ভাই, ভাবিসহ স্বজনরা। এ ঘটনায় আহত হয়ে তিনি ৩ নভেম্বর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। এরপর অসুস্থ অবস্থায় ১২ নভেম্বর বাড়িতে মারা যান। পরেরদিন নিহত মজিবরের স্ত্রী শরিফা খাতুন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাদী শরিফা খাতুন বলেন, বসতবাড়ির জমি ও পাওনা টাকার জেরে স্বামীকে হত্যা করেছে আসামীরা।
সুষ্ঠ বিচারের আশায় থানায় মামলা করেছি। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, একটি হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
কেকে/এআর