উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল চিকিৎসা সেবায় আধুনিক যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘মর্ডান বায়োটেক’।
সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে এ প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন —প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. বখতিয়ার এবং চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানী, রূপায়ন ট্রেড সেন্টার মালিক সমিতির সহ-সভাপতি আশরাফুল হক, এমটিবি ম্যানেজার আবু সালেহ ও দেশ বায়োটেকের ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন চিকিৎসা খাতের পেশাজীবী, বিভিন্ন সেক্টরের বিশিষ্ট ব্যক্তিত্ব, গ্রাহক ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ডা. বখতিয়ার প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা, মিশন ও ভিশন তুলে ধরে বলেন, ‘মর্ডান বায়োটেকের লক্ষ্য হলো আধুনিক ও উন্নতমানের চিকিৎসা সরঞ্জাম সরবরাহের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন করা। আন্তর্জাতিক মানসম্পন্ন যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে আমরা গ্রাহকদের আস্থা অর্জন করতে চাই। দেশের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনতেই আমাদের এই যাত্রা।’
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি চিকিৎসা খাতের জন্য অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি সরবরাহের পাশাপাশি বিক্রয়-পরবর্তী সেবা ও কারিগরি সহায়তাও প্রদান করবে। এ উদ্যোগের মধ্য দিয়ে দেশের স্বাস্থ্যখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের প্রত্যাশা করছে ‘মর্ডান বায়োটেক’।
কেকে/এএম