ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কল্যাণপুর গ্রাম থেকে মাটি কাটার অপরাধে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ জানুয়ারি) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
জানা যায়, উপজেলার মানিকপুর ইউনিয়নের কল্যানপুর গ্রামের পাশে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করছে একটি অসাধু মাটি চক্র। এমন একটি সংবাদ গত ৩ জানুয়ারি খোলা কাগজে প্রকাশিত হয়।
এমন সংবাদের প্রেক্ষিতে ২০ জানুয়ারি উপজেলা প্রশাসন সত্যতা পেয়ে থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থল গিয়ে মাটি কাটার অপরাধে রাসেল মিয়া নামক এক ব্যক্তি কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করেছে৷ সেই সাথে ড্রেজারের মূল্যবান যন্ত্রপাতি ও ব্যাটারী খুলে নিয়ে এসে সেগুলো জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম খোলা কাগজকে বলেন, কৃষি জমি থেকে মাটি কাটা অপরাধ। কৃষি জমি বিনষ্ট করা যাবে না। যারা অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, নিউজটির সত্যতা পেয়েছি। ড্রেজারটি অনেক বড় বিধায় পুরো ড্রেজারটি জব্দ করা সম্ভব হয়নি। তবে, মূল্যবান যন্ত্রাংশ জব্দ করা সহ অর্থদন্ড করা হয়েছে।
কেকে/এএম