দালালদের দৌরাত্ম্য, রোগী হয়রানি ও প্রতারণার অভি্যোগে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে প্রশাসন।
সোমবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পৌণে ৩টা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)পার্থ প্রতিম শীল ও সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম।
এসময় ভ্রাম্যমাণ আদালতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অনুরোধে ব্যবস্থাপত্রে ওষুধ লেখার অভিযোগে আশিক (২২) ও চিকিৎসকের স্বাক্ষর জাল করায় নাঈম হাসান (২২) নামে দুইজন ইন্টার্ন চিকিৎসকের কাছ থেকে ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)পার্থ প্রতিম শীল বলেন, হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ও অনিয়মের অভিযোগে দুই ইন্টার্ন চিকিৎসককে ১০ হাজার টাকা করে সর্বমোট ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও হাসপাতালে কর্মরত বাপ্পি ও সিনিয়র নার্স পলি খাতুনের অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেও হাসপাতাল কতৃপক্ষকে আদেশ দেওয়া হয়েছে।
কেকে/এআর