বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের কালো ছায়া এখনো রয়ে গেছে।
সোমবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর বড় মগবাজারে দৈনিক সংগ্রাম পত্রিকার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
জামায়াতে ইসলামীর আমির বলেন, আওয়ামী লীগ জাতির ওপর তাণ্ডব চালানোর সঙ্গে গণমাধ্যমেও তাণ্ডব চালিয়েছিল। গণমাধ্যম সত্য প্রকাশ করে যথাযথ ভূমিকা পালন করলে ফ্যাসিবাদ চেপে বসতে পারতো না।
এ সময় নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার কথা জানিয়ে ভবিষ্যতে গণমাধ্যমের মত প্রকাশে কোনো বাধা থাকবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন জামায়াত আমির।
কেকে/এজে