লালমনিরহাটের আদিতমারীতে ছাড়পত্রহীন ও কৃষি জমিতে নির্মিত ৪টি ইট ভাটায় ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (২০ জানুয়ারি) সারা দিনব্যাপী উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও ফায়ার সার্ভিসের টাসফোর্সের সমান্বয়ে যৌথ পৃথক চারটি অভিযানে এ জরিমানা আদায় করেন আদিতমারী উপজেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মহামান্য হাইকোর্টের নির্দেশে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই কৃষি জমির উপর গড়ে উঠা লাইসেন্স না থাকা,পরিবেশ ছাড়পত্র নবায়ন না থাকার কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন আইন) ২০১৩ সংশোধিত ২০১৯ ৪,৫ ও ৮ ধারা লংগন করার দায়ে ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নেতৃত্বে একটি টাসফোর্সের একটি দল।
চলমান এ অভিযানের অংশ হিসেবে সোমবার বিকেলে পরিবেশ অধিদপ্তর,পুলিশ ও ফায়ার সার্ভিসের টাসফোর্সের যৌথ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত।
এ সময় আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের শাহিনুর রহমান নামের এল এম বি ব্রিকস নামক ইট ভাটার মালিককে ২ লাখ টাকা, একই ইউনিয়নের পূর্ব দৈলজোড় এলাকার ওয়ান স্টারের ম্যানেজার নুর আলমকে ২ লক্ষ টাকা, সারপুকুর ইউনিয়নের নাড়িয়ার বাজার এলাকার সান টু ব্রিকসের ম্যানেজার মিলটন খন্দকারকে ১ লক্ষ টাকা এবং সাপ্টীবাড়ী ইউনিয়নের পূর্বদৈলজোর এলাকার জে আর ব্রিকসের ম্যানেজার মমিনুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত বলেন, ইট ভাটার মালিকদের লাইসেন্স না থাকা,পরিবেশ ছাড়পত্র নবায়ন না থাকার কারনে পরিবেশ অধিদফতরের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় চার ইট ভাটার ৫ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং তৈরিকৃত ইট ভেঙ্গে গুড়িয়ে হয়েছে । তাদেরকে সমস্ত কার্য্যক্রম বন্ধ রাখতে নির্দেশ প্রদান করা হয়। এ অভিযান আগামী দিনেও অব্যহত থাকবে বলেও জানান তিনি।
কেকে/এএম