রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫,
১১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল      ভারতের দিকে তাকিয়ে আ.লীগ নেতারা      কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন না করতে পুলিশ সদস্যদের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার      হামাস মুক্তি দিলেও, ফিলিস্তিনিদের মুক্তি আটকে দিলেন নেতানিয়াহু      মাথায় লাল কাপড় বেঁধে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে কুয়েট শিক্ষার্থীরা      জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার      গণপরিবহন নৈরাজ্যে ভুগছে ঢাকাবাসী      
জাতীয়
জেসিআই ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হলেন আলতামিশ নাবিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৯:৪৭ পিএম  (ভিজিটর : ৬৫)

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ ২০২৫ সালের জন্য তাদের নতুন জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করেছে। 

সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় বিশেষ সাধারণ সভায় (এক্সট্রা-অর্ডিনারি জেনারেল অ্যাসেম্বলি) মুহাম্মাদ আলতামিশ নাবিল ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এনইভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন।  

শুক্রবার (১৭ জানুয়ারি) গাজীপুরে একটি রিসোর্টে অনুষ্ঠিত জেসিআই জাতীয় বিশেষ সাধারণ সভায় এই এনইভিপি পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেসিআই বাংলাদেশের একটি বিবৃতিতে জানানো হয়েছে, নতুন বোর্ড ২০২৫ সালের মেয়াদে দায়িত্ব পালন করবে। জেসিআই বাংলাদেশের ইমিডিয়েট পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির নতুন বোর্ডকে অভিনন্দন জানিয়েছেন।  

নতুন এই কমিটিতে তরুণ ব্যবসায়ী ও সংগঠক কাজী ফাহাদ জাতীয় সভাপতি এবং তরুণ উদ্যোক্তা আরেফিন রাফি আহমেদ ডেপুটি জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলতামিশ নাবিল আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর পেশাগত জীবন শুরু করেন। তিনি বর্তমানে ইয়ুথ আপস্কিল নেটওয়ার্ক - ইউনেট এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও এবং মিয়াকি’র ম্যানেজ সার্ভিসের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। এই বহুজাতিক প্রতিষ্ঠানটি দেশের জাতীয় পর্যায়ের আইসিটি-ভিত্তিক প্রকল্পগুলোর একটি পরিচালনা করে।

বহু বছর ধরে তিনি বিশ্বব্যাপী অসংখ্য তরুণের জীবন পরিবর্তনে কাজ করছেন। পার্সোনাল ব্র্যান্ডিং, কনটেন্ট রাইটিং, লিডারশিপ, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, অ্যাপ মনিটাইজেশন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষক হিসেবে তার ভূমিকা প্রশংসিত। তিনি ক্রীড়া আয়োজন প্রতিষ্ঠান স্পোর্টস৯৭ লিমিটেড এবং নিওন গ্রুপ এর সঙ্গে পরিচালক হিসেবে যুক্ত রয়েছেন। এছাড়াও একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে তিনি একাধিক স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র নির্মাণ করেছেন এবং স্থানীয় ও আন্তর্জাতিকভাবে সম্মানিত হয়েছেন।

তিনি বেশকিছু অনলাইন নিউজ পোর্টালের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবেও কাজ করেছেন। বর্তমানে তিনি ভোরের কাগজ এবং আরও কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন প্ল্যাটফর্মে চলচ্চিত্র ও ক্যারিয়ারবিষয়ক নিয়মিত লেখালেখি করছেন। লেখক হিসেবে নাবিলের লেখা উল্লেখযোগ্য বইগুলো হলো- মহারাজা তোমারে সেলাম, লুমিয়ের থেকে হীরালাল, লেট দেয়ার বি লাইট, বাংলার চলচ্চিত্রপথ, অস্কারনামা, এবং কনটেন্ট রাইটিংয়ের মহারাজা।

আলতামিশ নাবিল রোটারি ইন্টারন্যাশনাল এর একটি ক্লাবের বোর্ড সদস্য এবং ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ও বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট (বোল্ড)-এর সদস্য হিসেবেও যুক্ত রয়েছেন। জেসিআইতে তিনি ২০২২ সালে জেসিআই ঢাকা ওয়েস্টের সভাপতি, ২০২৩ সালে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, ২০২৪ সালে ট্রেনিং কমিশনার হিসেবে কাজ করেছেন এবং “জেসিআই সিনেটর” উপাধিতে ভূষিত হয়েছেন।  

নতুন এ দ্বায়িত্ব সম্পর্কে আলতামিশ নাবিল বলেন, ‘যুব-ভিত্তিক এই সংগঠন জেসিআই বাংলাদেশ আগামী বছরে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সক্রিয় অংশগ্রহণ করবে এবং জেসিআইয়ের মাধ্যমে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বব্যাপী তুলে ধরার জন্য কাজ করে যাবে।’

জেসিআই বিশ্বের ১০০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং এর সদস্য সংখ্যা দুই লক্ষাধিক। জেসিআই বাংলাদেশ বর্তমানে ৪০টিরও বেশি স্থানীয় সংগঠন এবং সারা দেশে চার হাজারেরও বেশি সদস্য নিয়ে কাজ করছে।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বোরো চাষে পানির মহা সংকটে কুষ্টিয়ার লক্ষাধিক কৃষক
ফুলছড়িতে কোকো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল
প্রবাসী শ্রমিককল্যাণ পরিষদের উদ্যোগে আলোচনা সভা

সর্বাধিক পঠিত

বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
শাবি ক্যাম্পাসে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র বলছে ছাত্রদল
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝