ঊনসত্তরের গণআন্দোলনের শহিদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামানের (শহিদ আসাদ) অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা।
আজ সোমবার (২০ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে তার স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমানসহ ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতাকর্মীরা।