টাঙ্গাইলের ভূঞাপুরে পর্নোগ্রাফির মামলায় তায়েবা সুলতানা মেধা (১৬) নামে এক কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২০ জানুয়ারী) দুপুরে তাকে টাঙ্গাইল বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে রোববার (১৯ জানুয়ারী) রাতে উপজেলার ভূঞাপুর পৌর শহরের নিজ বসত বাড়ী থেকে কিশোরী মেধাকে গ্রেফতার করে পুলিশ। কিশোরীর পিতা স্কুল শিক্ষক আব্দুল খালেক।
মামলা সূত্রে জানা যায়, বেশকিছু দিন যাবৎ পৌর শহরের কয়েকটি পরিবারের মেয়ে সদস্যদের ছবি ব্যবহার করে অশ্লীল ভিডিও চিত্র বানিয়ে ফেইসবুক ও মেসেঞ্জারের বিভিন্ন গ্রুপে প্রচার করত স্কুল শিক্ষক খালেকের মেয়ে কিশোরী মেধা। এছাড়াও ভুক্তভোগী পরিবারের নিকট থেকে নগদ টাকা দাবী করত। অন্যথায় আরো ভিডিও বানিয়ে সোস্যাল মিডিয়ায় প্রচারের হুমকি দিত কিশোরী মেধা।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ফেইসবুক ও মেসেঞ্জার একাউন্ট যাচাই করে গত রোববার রাতে কিশোরী মেধাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে সোমবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কেকে/এআর