জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য গণ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) রেজিস্ট্রার এর কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তি তে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, GST-গুচ্ছভুক্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) বিএ/বিএসসি (ইঞ্জি.)/বিএসএস/বিবিএ/ এলএলবি/বিএফএ শ্রেণির A, B এবং C-ইউনিটে শূণ্য আসনে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে শিক্ষার্থীদের নামের পাশে উল্লিখিত বিভাগে আগামী ২২/০১/২০২৫ তারিখ সকাল ১০.০০ ঘটিকা থেকে দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত রিপোর্ট গ্রহণ পূর্বক মেধাক্রম ও বিভাগের পছন্দক্রম অনুযায়ী দুপুর ২.০০-৪.০০ ঘটিকার মধ্যে স্ব-স্ব বিভাগে উপস্থিত হয়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।'
বিজ্ঞপ্তিতে আরোও বলা হয়, 'শিক্ষার্থীগণ নিম্নোক্ত কাগজপত্রাদি বিভাগে জমা দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে- SSC/ সমমান এবং HSC / সমমান পরীক্ষার মূল নম্বরপত্র (ট্রান্সক্রিপ্ট) অবশ্যই জমা দিতে হবে। মূল নম্বরপত্র (ট্রান্সক্রিপ্ট) GST-এর অন্তর্ভুক্ত অন্য বিশ্ববিদ্যালয়ে জমা থাকলে, মূল নম্বরপত্র (ট্রান্সক্রিপ্ট) জমার রিসিভ কপি/ স্লিপ ফটোকপি অবশ্যই জমা দিতে হবে। সদ্য তোলা ০১ কপি রঙিন ছবি অবশ্যই জমা দিতে হবে। GST ভর্তি পরীক্ষার রঙিন প্রবেশ পত্রের ফটোকপি অবশ্যই জমা দিতে হবে।
শিক্ষার্থীকে নিজ হাতে মূল ভর্তি ফরম পূরণ করে নিম্নলিখিত কার্য সম্পাদন করতে হবে- ব্যাংকে নির্ধারিত ফি জমা দিয়ে ফরমের নির্ধারিত স্থানে ব্যাংক কর্মকর্তার স্বাক্ষরসহ ব্যাংক ফি জমার রশিদ নিয়ে স্ব-স্ব বিভাগ গিয়ে বিভাগীয় প্রধানের স্বাক্ষর নিতে হবে। ডিনের স্বাক্ষর নিতে হবে। বরাদ্দকৃত হলে গিয়ে হল ফি জমার রশিদ জমা দিয়ে প্রভোস্টের স্বাক্ষর নিবে এবং (০১) এ উল্লিখিত কাগজপত্রাদি এক সেট ফটোকপি জমা দিতে হবে।
(০১) ও (০২) সম্পন্ন হলে পূরণকৃত ভর্তি ফরম ও ব্যাংক রশিদসহ (০১) এ উল্লিখিত কাগজপত্রাদি এক সেট এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি ভর্তি ফরমের সাথে সংযুক্ত করে রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখায় জমা করতে হবে।'
ভর্তি সংক্রান্ত প্রদেয় ফি ও আনুষাঙ্গিক ব্যায়, ইইই বিভাগের জন্য- ১৩৪৪০ টাকা এবং অন্যন্য বিভাগের জন্য- ১৩১৯০ টাকা প্রদান করতে হবে।
উল্লেখ্য যে, ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে পরবর্তী সময়ে যেকোনো ভর্তি সংক্রান্ত দলিল যেমন সনদপত্র, নম্বরপত্র এবং প্রশংসাপত্র ভুয়া বা জাল প্রমাণিত হলে তার ভর্তি তাৎক্ষণিক বাতিল হবে এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এআর