নালিতাবাড়ীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ১১:৫৯ এএম (ভিজিটর : ৫১)
ছবি: প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন সমাজকল্যাণ ফাউন্ডেশন (ইয়ুথ পাওয়ার) এর পক্ষ থেকে শীতার্ত মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সকালে সংগঠনটির কার্যালয়ে ওই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. আরিফুল ইসলাম সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মৌলবী মুহাম্মদ ইউসুফ আলীসহ স্বেচ্ছাসেবকবৃন্দ।
উপস্থিত অতিথিবৃন্দ সমাজের অসহায় ও দরিদ্র মানুষের জন্য এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। সমাজকল্যাণ ফাউন্ডেশন (ইয়ুথ পাওয়ার) এই কার্যক্রম শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়ানোর পাশাপাশি তাদের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
কেকে/এমএস