মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫,
৮ মাঘ ১৪৩১
বাংলা English

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
শিরোনাম: ‘ফেব্রুয়ারির মধ্যে সব গায়েবি মামলা প্রত্যাহার করা হবে’      পুলিশে চার অতিরিক্ত ডিআইজিসহ ২০ কর্মকর্তা বদলি      ‘অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি’      নাটোরে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে ৩ বন্ধুর মৃত্যু       ট্রাকে কম দামে পণ্য বিক্রির কার্যক্রম বন্ধ করলো সরকার      ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৪ মাসের মধ্যে নির্বাচন সম্ভব’      ডিসেম্বরেই জাতীয় নির্বাচন      
গ্রামবাংলা
জীবননগরে ধর্ষণ চেষ্টায় বাঁধা দেয়ায় গৃহবধূকে কুপিয়ে জখম
এ আর ডাবলু, জীবননগর (চুয়াডাঙ্গা)
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ১২:২৮ পিএম  (ভিজিটর : ২২)
ফাইল ছবি

ফাইল ছবি

জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে এক গৃহবধূকে (২০) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আশিকের বিরুদ্ধে। এতে বাঁধা দেওয়ায় ওই গৃহবধূর গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যান আশিক (২৮) নামের ঐ যুবক। গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (২০জানুয়ারী) বিকেলের দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। অভিযুক্ত আশিক একই গ্রামের আহমদ আলীর ছেলে।

ভূক্তোভোগী পরিবারের সদস্যরা জানান, গৃহবধূ বাড়ির পাশের মাঠে খড়ি কুড়াতে যান। একই গ্রামের আশিক একটি কলাবাগানের ভেতরে কথা বলার জন্য তাকে ডাকেন। গৃহবধূ গেলে তাকে আশিক কুপ্রস্তাব দেন। তাতে রাজি না হওয়ায় তার বাম চোখের ওপরে এবং মাথায় কিল ঘুষি মেরে জখম করে। পরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন।

পরিবারের সদস্যরা আরো জানান, ওই গৃহবধূ  ধর্ষণে বাঁধা দিলে আশিক তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতেও সুবিধা করতে না পেরে ওই গৃহবধূর গলার বাম পাশে কোপ মেরে রক্তাক্ত জখম করেন। এসময় ওই গৃহবধূর অবস্থা খুবই খারাপ হয়ে গেলে আশিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও তার আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘আমি ঘটনা শোনামাত্রই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম। চিকিৎসকের কাছ থেকে ভিকটিম ও পরিবারের বর্ণনা শুনেছি। তারা ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য যশোর পাঠিয়েছে। আর ঘটনাস্থলে আমাদের একটি চৌকস টিম পরিদর্শন করেছে । তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্হা গ্রহণ করা হবে।

কেকে/এমএস
আরও সংবাদ   বিষয়:  ধর্ষণ   গৃহবধূকে কুপিয়ে জখম  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বাকৃবিতে রিকশাচালকদের দৌরাত্ম্যের অভিযোগ
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির আয়োজনে ‘এসো সুতোর কাব্য গাথি ধ্রুপদী ফোঁড়ে’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারি, নারীসহ আহত ৭
ভাঙ্গুড়ায় দূর্নীতিবিরোধী কর্মশালা অনুষ্ঠিত
১৪ বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব

সর্বাধিক পঠিত

টঙ্গীবাড়ীতে রেড ক্রিসেন্ট সোসাইটির শীতবস্ত্র বিতরণ
ইসলামপুরে তারুণ্যের উৎসব ২০২৫
ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে সমন্বয় কমিটির সভা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, শতাধিক আহত
চুয়াডাঙ্গা কাস্টমস অফিসে দুদকের অভিযান

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝