জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে এক গৃহবধূকে (২০) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আশিকের বিরুদ্ধে। এতে বাঁধা দেওয়ায় ওই গৃহবধূর গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যান আশিক (২৮) নামের ঐ যুবক। গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২০জানুয়ারী) বিকেলের দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। অভিযুক্ত আশিক একই গ্রামের আহমদ আলীর ছেলে।
ভূক্তোভোগী পরিবারের সদস্যরা জানান, গৃহবধূ বাড়ির পাশের মাঠে খড়ি কুড়াতে যান। একই গ্রামের আশিক একটি কলাবাগানের ভেতরে কথা বলার জন্য তাকে ডাকেন। গৃহবধূ গেলে তাকে আশিক কুপ্রস্তাব দেন। তাতে রাজি না হওয়ায় তার বাম চোখের ওপরে এবং মাথায় কিল ঘুষি মেরে জখম করে। পরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন।
পরিবারের সদস্যরা আরো জানান, ওই গৃহবধূ ধর্ষণে বাঁধা দিলে আশিক তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতেও সুবিধা করতে না পেরে ওই গৃহবধূর গলার বাম পাশে কোপ মেরে রক্তাক্ত জখম করেন। এসময় ওই গৃহবধূর অবস্থা খুবই খারাপ হয়ে গেলে আশিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও তার আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘আমি ঘটনা শোনামাত্রই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম। চিকিৎসকের কাছ থেকে ভিকটিম ও পরিবারের বর্ণনা শুনেছি। তারা ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য যশোর পাঠিয়েছে। আর ঘটনাস্থলে আমাদের একটি চৌকস টিম পরিদর্শন করেছে । তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্হা গ্রহণ করা হবে।
কেকে/এমএস