প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ১২:৩৯ পিএম (ভিজিটর : ২৫)
ছবি: প্রতিনিধি
ঈশ্বরদী ফতেমোহাম্মদপুর নিউকলোনী মহরম কমিটির উদ্যোগে হযরত খাঁজা গরীবে নেওয়াজ মঈন উদ্দিন হাসান আজমেরী সানজেরি চিশতি (রাঃ) এর ২৬ তম ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি ২০২৫) রাতে ঈশ্বরদী ফতেমোহাম্মদপুর নিউকলনী মাঠে এই ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।
পৌর ৫নং ওয়ার্ড যুবদল ও নিউকলনি মহরম কমিটির সভাপতি মো: শামিম রহমান আশিকির সভাপতিত্বে ওরশ মোবারকে কাওয়ালী পরিবেশন করেন ঢাকা হতে আগত মো. জাহাঙ্গীর আলম ও চট্টগ্রাম থেকে আগত মো. কাওসার পারভেজ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. মেহেদী হাসান, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল ঈশ্বরদী উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান পাতা, পৌর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইনাম হোসেন, পৌর সেচ্ছাসেবকদলের সদস্য ডাবলু মন্ডল প্রমূখ।
ওরশ মোবারকের সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুর রউফ আব্দুল, সভাপতি পৌর ৪ নং ওয়ার্ড যুবদল সার্বিক পরিচালনায় ছিলেন মো. টিপু সুলতান, সাধারণ সম্পাদক নিউকলোনী মহরম কমিটি।
কেকে/ এমএস