‘এসো দেশ বদলাই, পৃথিবীর বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন ও জামালপুরের ইসলামপুরে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবের মাঠে চুরান্ত পর্বে জেকি ব্রিকস বনাম উপজেলা প্রশাসন টিমের মাঝে ৫রাউন্ড ফাইনাল খেলায় ৩রাউন্ড জিতে চেম্পিয়ন হয় জেকি ব্রিকস ও রানার্স আপ হয় উপজেলা প্রশাসন টিম।
দর্শক ভরপুর টানা টান উত্তেজনা খেলা শেষে বিশেষ অতিথি ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রেজোয়ান ইফতেখার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামালপুর জেলা বিএনপি সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা বিএনপি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, ইসলামপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ বিজয়ী চেম্পিয়ন টিম ও রানার্স আপসহ অন্যান্যদের মাঝে পুরস্কার তুলে দেন।
এসময় অতিথি ও দর্শকবৃন্দ যুব ও তরুন সমাজকে মাদকমুক্তসহ নতুন দেশ গড়ার লক্ষ্যে প্রতিবছর খেলার মাধ্যমে এই তারুণ্যের উৎসব আয়োজন করার আহব্বান জানান।
খেলার আয়োজক কমিটির সভাপতি ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান প্রতিবছরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৈষম্য বিরোধী দেশ ও নতুন বাংলাদেশ গড়তে এই খেলার আয়োজন করা হবে বলেও জানান।
কেকে/ এমএস