৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এবার সমালোচনার মুখে পড়েছেন ধনকুবের ইলন মাস্ক।
সোমবার (২০ জানুয়ারি) ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে হাত উঁচিয়ে ইলন মাস্কের উদযাপন করাকে অনেকে হিটলারের সেলুটের সঙ্গে তুলনা করেছেন। তবে নাৎসিবাদী একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, মাস্কের অঙ্গভঙ্গি উত্তেজনাকর মুহূর্তকে উদযাপন করাকে বুঝিয়েছে। খবর রয়টার্স
ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরিয়া স্টেজে উঠে উল্লাসে ফেটে পড়েন মাস্ক। নাচের ভঙ্গিমায় ইয়েস বলে চিৎকার করেন। এ সময় মাস্ক বলেন, ‘এটি কোনো সাধারণ বিজয় ছিল না। এটি ছিল মানব সভ্যতার পথে একটি মাইলফলক। এটি সত্যিই গুরুত্বপূর্ণ ছিল। এমটি ঘটানোর জন্য আপনাদের ধন্যবাদ! ধন্যবাদ।’
ঠোঁট কামড়িয়ে তিনি তার ডান হাত দিয়ে বুকের ওপর আলতো চাপড়াতে থাকেন। আঙুল গুলো ভাঁজ করে ডান কাঁধ প্রসারিত করে উৎসুক জনতাকে অভিবাদন জানান।’ মাস্ক বলেন, ‘আমার হৃদয় আপনাদের সাথে রয়েছে। আপনাদের জন্যই সভ্যতার ভবিষ্যৎ রচিত হয়েছে।’
মাস্কের এই অঙ্গভঙ্গি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি ইলন মাস্ক।
এদিকে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ইলন মাস্ক তার বক্তৃতা প্রদানের একটি ভিডিও ক্লিপ এক্সে শেয়ার করেছেন। ভিডিওটি ফক্স নিউজ ধারন করেছিল। ওই ভিডিও থেকে ইলন মাস্ক তার অঙ্গভঙ্গি বাদ দিয়েছেন। পোস্টে তিনি লিখেন, ভবিষ্যত খুবই উত্তেজনাকর।
কেকে/এআর