রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার সময় দেওপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে রাজাবাড়ি হাট উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেওপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হাই টুনুর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা ১০ টি সংস্কার কমিশন গঠন করেছেন করুন। আপনারা সংস্কার করবেন করেন। আমরাও চাই সংকার করেন। সংস্কারের নামে কাল ক্ষেপন না করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিন। যারা জনগনের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হবেন এবং সরকার গঠন করবেন তারা বাকী ২১ দফা কর্মসূচী সংস্কার করবে। সংস্কারের নামে কাল ক্ষেপন করলে আপনাদের অবস্থা মঈনুদিন- ফকরুদ্দিনের মত হবে। আমরা চাই না আপনাদের অবস্থা মঈনুদিন- ফকরুদ্দিনের মত হোক।
দেওপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও দেওপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীম হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক সাবেক যুগ্নহাবায়ক ও রাজশাহী জেলা বিএনপি সদস্য সদর উদ্দিন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, আজিমুুসান উজ্জ্বল, গোদাগাড়ী পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম, গোদাগাড়ী পৌর বিএনপি সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া রুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, গোদাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহিদুর রহমান বাক্কার, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ দিলিপ, গোদাগাড়ী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন বাবু, রাজশাহী জেলা বিএনপির সাবেক স্থানীয় বিষয়ক সম্পাদক আহসান হাবিব, উপজেলা ছাত্রদলের আহবায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা কর্মী বৃন্দ।
কেকে/ এমএস