শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫,
১০ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশমালা হস্তান্তর      জুলাই বিপ্লবের কৃতিত্ব জানালেন মির্জা ফখরুল      তাড়াশে গাছে গাছে আমের মুকুল ম-ম ঘ্রাণে মুখরিত       সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প      মুসলিম উম্মাহ’র শান্তি কামনার মধ্য দিয়ে চরমোনাই মাহফিল সমাপ্ত      সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৪৪ ধারা জারি       ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাওয়া ছাত্ররাই এখন রাজনীতিতে      
প্রিয় ক্যাম্পাস
১৭ বছর পর সোহরাওয়ার্দী কলেজে শিবিরের ক‌মি‌টি
সাসেল মাহমুদ, সোহরাওয়ার্দী ক‌লেজ
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৩:০৯ পিএম  (ভিজিটর : ৯৬)
ছবি: শিবির সভাপতি মো: নূর নবী ও সেক্রেটারি রাজিব হোসাইন

ছবি: শিবির সভাপতি মো: নূর নবী ও সেক্রেটারি রাজিব হোসাইন

দীর্ঘ ১৭ বছর পর সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ শাখা শিবিরের ২০২৫ সেশনের সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি)এ ঘোষণা করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা শিবিরের সভাপতি মো: নূর নবী ও সেক্রেটারি রাজিব হোসাইন। সভাপতি মো: নূর নবী উক্ত কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী এবং সেক্রেটারি রাজিব হোসাইন অর্থনীতি বিভাগের ২২-২৩সেশনের শিক্ষার্থী।

শিবির সভাপতি মো: নূর নবী বলেন, ছাত্রশিবির ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত সকল যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিলো। বিগত ফ্যাসিবাদ আমলে মিডিয়ার অপব্যবহার করে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে।

আমরা ক্যাম্পাসে চাই ছাত্র রাজনীতির সংস্কার, আর ছাত্র রাজনীতি সংস্কার হবে তখন-যখন নিজেকে সংস্কার করতে পারবে। আমরা সকল ছাত্র সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল ও সকলের সহাবস্থানেই কাজ করতে চাই। আমরা ক্যাম্পাসে সুষ্ঠু ও সুস্থ রাজনীতি চর্চা করে রাজনীতি সম্পর্কে ভুল ধারণাগুলো দূর করতে চাই। ছাত্র রাজনীতি হোক জ্ঞানের পাঠশালা। আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সকল দাবী নিয়ে ক্যাম্পাসে বিগত বছরগুলোতে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। আমরা আশাবাদী, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীরা আমাদের ইতিবাচক হিসেবে নিবে ও আমাদের কাজগুলোতে স্বতস্ফুর্ত অংশগ্রহন করবে। তিনি আরও বলেন, আর অল্প কিছু দিনের মধ্যেই আমাদের পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।

উক্ত কমিটির বিষয়ে সেক্রেটারি রাজিব হোসাইন বলেন, আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সেটাপ সম্পন্ন হলো। এই সুন্দর সুযোগের জন্য প্রথমেই সিজদা অবনতচিত্তে মহান রবের প্রশংসা আদায় করছি আলহামদুলিল্লাহ।

প্রতিষ্ঠালগ্ন থেকেই সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রম ও কমিটি ছিল।বিগত দিনে বাস্তবিক কারণে কমিটি এরকম মিডিয়ার সামনে প্রকাশ করতে পারিনি।কিন্তু আমাদের কমিটির ব্যাপারে আমাদের জনশক্তি সবসময়ই অবগত ছিল এবং তাদের প্রত্যক্ষ ভোটে কমিটি হয়েছে। আমাদের বিগত দিনের উল্লেখযোগ্য কার্যক্রমগুলোও আমরা ধীরে ধীরে তুলে ধরবো।ইনশাআল্লাহ!

আমাদের প্রত্যাশা সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ প্রশাসন শিক্ষার্থীবান্ধব হবে। আমরা সাধারণ শিক্ষার্থীদের সকল দাবি-আদায়ে ক্যাম্পাসে কাজ করে যাবো ইনশাআল্লাহ। যেমন-বাস-ক্যান্টিন, শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন উক্ত বিষয়গুলো বাস্তবায়নে আমরা কাজ করে যাবো।

উল্লেখ, সভাপতি সাবেক ডেমরা দক্ষিণ শাখার সভাপতি হিসেবে এবং  সেক্রেটারি রাজিব হোসাইন এত্র কলেজ শাখা শিবিরের সাবেক অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোহরাওয়ার্দী কলেজ শাখার সহসম্বয়ক ছিলেন।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
জমি নিয়ে সংঘর্ষে নারী নিহত, আহত ২০
শালিখায় কালের সাক্ষী মুঘল আমলের মসজিদ
ভালুকায় পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত
প্রেস ক্লাব সভাপতির পিতার ইন্তেকাল

সর্বাধিক পঠিত

ভূঞাপুরে যুবদল নেতাকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা
শহিদ দিবসের ফুল আনতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী
মহিলা জামায়াত নেত্রীকে ছুড়িকাঘাতে হত্যা
দেশে চলমান নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে নোবিপ্রবিতে মশাল মিছিল
গঙ্গাচড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মিস্টার গ্রেফতার

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝