পটুয়াখালীর দশমিনা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিস (ইউএনও) ইরতিজা হাসান এ মেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ, প্রকৌশলী মকবুল আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুর রহমান শাহিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) এস এম আরিফুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সেলিম মিয়া, একাডেমিক কর্মকর্তা মু.নেছার উদ্দিন আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা মো. জিয়াউর রহমানসহ বিভিন্ন মাধ্যমিক, মাদ্রসার ও কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীগণ।
বিজ্ঞান মেলায় কলেজ, মাধ্যমিক ও মাদ্রসার মোট ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রদর্শনী স্থান পায় এবং স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রদর্শনীর বিভিন্ন বিষয়ের ওপর বিস্তারিত উপস্থাপন করেন। পরে প্রদর্শনীতে অংশগ্রহনকারী শিক্ষাপ্রতিষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়।
কেকে/এএম