“জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হবে বিশ্বময়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লালমনিরহাট আদিতমারী উপজেলায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৯ম অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে,জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির জাদুঘর এর তত্ত্বাবধনে,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোকতায় বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন,জনস্বাস্থ্য প্রোকৌশলী গোলাম মোস্তাফা,সমাজসেবা অফিসার মাসুদ রানা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন আইসিটি অফিসার রফিকুল ইসলাম। আলোচনা সভা শেষে বিতর্ক, কুইজ, শ্রেষ্ঠ বক্তা প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহনকারী ১ম, ২য়, ৩য় ও ৪র্থ স্থান অর্জনকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়।
২ দিনব্যাপী মেলায় উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১টি বিজ্ঞানসহ ১৯টি স্টল অংশগ্রহন করে।
কেকে/এএম