ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা থেকে ভুয়া সাংবাদিক পরিচয়ে মাদক পরিবহনের অভিযোগে দুই নারীকে ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
সোমবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ভাঙ্গা থানার পুলিশ তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন- বরিশালের সামিয়া বেগম এবং বাগেরহাটের মারিয়া বেগম।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মোকছেদুর রহমান জানান, মাদক পরিবহনের তথ্য পেয়ে চেকপোস্ট বসানো হয়।
রাত ৯টার দিকে পুলিশের সংকেত অমান্য করে সাদা একটি মাইক্রোবাস পালানোর চেষ্টা করে। ধাওয়া করে গাড়িটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ১৫ কেজি গাঁজা, ৩টি মোবাইল এবং একটি নোয়া মাইক্রোবাস উদ্ধার করা হয়।
তল্লাশির সময় দুই নারী নিজেদের সাংবাদিক পরিচয় দিলেও জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, তারা ভুয়া সাংবাদিক। তারা ঢাকার সাইনবোর্ড এলাকা থেকে মাদক নিয়ে ভাঙ্গায় আসছিল।
গ্রেফতার দুই নারীর বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে এবং তাদের মঙ্গলবার (২১ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ওসি।
কেকে/এএম