জামায়াতের কর্মী সম্মেলনে যোগ দিতে আগামী ২৫ জানুয়ারি দিনাজপুরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। তার আগমন উপলক্ষে ব্যাপক সারা ফেলেছে দিনাজপুরের ১৩ টি উপজেলায়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় জামায়াত আমিরের আগমন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে উপজেলার ফুলবাড়ী বাসস্ট্যান্ড জামে মসজিদ হতে শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়।
মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা জামায়াত আমিরের আগমনে স্বাগত জানিয়ে দলীয় ও ইসলামী বিভিন্ন স্লোগান দেন।
শোভাযাত্রায় অংশগ্রহন করেন, জেলা জামায়াতের ইউনিট সদস্য ও ফুলবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মনজুরুল কাদের বাবু, পার্বতীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত মনোনীত দিনাজপুর-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মো. আনোয়ার হোসেন, ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের আমির মাওলানা জয়নাল আবেদীন সহ উপজেলা, পৌর ও ৭টি ইউনিয়নের কর্ম পরিষদ এতে স্বতঃস্ফুর্ত যোগ দেন।
কেকে/এএম