তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিলেটের কোম্পানীগঞ্জে সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামের মানুষ। এতে দুই পুলিশ সদস্যসহ উভয়পক্ষের ২১ জন আহত হয়েছেন বলে জানা যায়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার টুকেরবাজারের বউবাজারে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় মুরব্বিরা একাধিকবার চেষ্টা করেও সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়। পরবর্তীতে বেলা পৌনে ৩টার দিকে পুলিশ বাধ্য হয়ে টিয়ারশেল গ্যাস ছুড়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে টুকেরবাজারের বউ বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রাস্তার ওপরে ইটপাটকেল আর লাঠিসোঁটার ভাঙা অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সংঘর্ষের সময় প্রায় ৩ ঘন্টা যানচলাচল বন্ধ ছিল।
স্থানীয়রা জানায়, ১৯ জানুয়ারি রোববার সকালে বৌবাজারে মাছ কেনাবেচাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছিলেন। তাদের মধ্যে দুপক্ষের ২ জন ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আছেন।
১৯ জানুয়ারির ঘটনাকে কেন্দ্র করে ২১ জানুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে নয়াগাঙ্গেরপাড় ও পশ্চিম টুকেরগাঁও গ্রামের মধ্যে পুনরায় সংঘর্ষ হয়। উভয় পক্ষের দুই গ্রামের বাসিন্দারা লাঠি ও দেশীয় অস্ত্র হাতে একে অপরের উপর হামলা চালায়। চলে ধাওয়া-পালটা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ৩০টি টিয়াসেল গ্যাস ছুড়ে পুলিশ। সংঘর্ষের সময় বউ বাজারের কিছু দোকানপাট ও বাড়ি-ঘরে ভাঙচুর হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান জানান, মাছ ক্রয়-বিক্রয় নিয়ে বাকবিতন্ডার জের ধরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দীর্ঘক্ষণ যানচলাচল বন্ধ থাকলেও এখন সড়কে যানচলাচল স্বাভাবিক আছে।
কেকে/এএম