ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের শিবপুর গ্রামের কৃষক আশাবুদ্দিন মিয়া খিরা চাষে বিপুল সাফল্য অর্জন করেছেন। মাত্র এক কানি (৩০ শতক) জমিতে খিরা চাষ করে এক মাসেই ৭০ হাজার টাকা আয় করেছেন তিনি।
কয়েক বছর ধরে চাষাবাদে তেমন সাফল্য না পাওয়া আশাবুদ্দিন এই বছর পরীক্ষামূলকভাবে খিরা চাষ শুরু করেন। জমির সমতল মাটি পার্শ্ববর্তী নদী থেকে এক-দেড় ফুট উঁচু করে বীজ রোপণ করেন। খিরা, মিষ্টি আলু ও বাদামের জন্য উপযুক্ত বালি মাটিতে চাষের উপযোগিতা খুঁজে পান তিনি।
মাত্র ১০ হাজার টাকা খরচ করে ইতোমধ্যে তিনি ৭০ হাজার টাকার খিরা বিক্রি করেছেন। আশাবুদ্দিন জানান, রমজানের বাজারে খিরার চাহিদা বেশি। মাত্র দুই মাস আগে চারা লাগিয়েছি। একদিন পরপর ২০০-৩০০ কেজি খিরা বিক্রি করছি। আশা করছি আরও ১ লাখ টাকার খিরা বিক্রি হবে।
বাঞ্ছারামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুদ্দিন বলেন, বর্তমানে খিরার ব্যাপক চাহিদা রয়েছে এবং বাজারে ভালো দাম পাওয়া যাচ্ছে। নতুন উদ্যোক্তাদের জন্য আমরা সার্বক্ষণিক পরামর্শ ও সহায়তা প্রদান করছি।
আশাবুদ্দিনের সাফল্যে উদ্বুদ্ধ হয়ে শিবপুরের অনেক কৃষকই খিরা চাষে আগ্রহী হচ্ছেন। স্থানীয় কৃষকদের মতে, আশাবুদ্দিনের খিরা চাষের মডেল অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।
কেকে/এএম