সোমবার, ২১ এপ্রিল ২০২৫,
৮ বৈশাখ ১৪৩২
বাংলা English

সোমবার, ২১ এপ্রিল ২০২৫
শিরোনাম: সাতক্ষীরায় দুধ কিনতে না পেরে মাত্র ২০ হাজার টাকায় সন্তান বিক্রি      খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন      ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা      হাতিরঝিলে অবৈধ পকেট গেট বন্ধের নির্দেশ রাজউক চেয়ারম্যানের      প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যায় গ্রেফতার ৩      হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ       জামায়াত নেতা আজহারের আপিল শুনানি মঙ্গলবার      
বেগম রোকেয়া
৩ হাজার টাকায় ব্যবসা শুরু জিনিয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ৭:৩২ পিএম  (ভিজিটর : ৫২৮)
নারী উদ্যোক্তা জিনিয়া আক্তার

নারী উদ্যোক্তা জিনিয়া আক্তার

শেরপুর জেলার নারী উদ্যোক্তা জিনিয়া আক্তার (২১)। ২০২২ সালে টিউশনির জমানো ৩ হাজার টাকা দিয়ে শুরু করেন আচারের ব্যবসা। প্রথমে জেলার ৫ উপজেলায় আচার বিক্রি করেন। পরে অনলাইনে দেশের বিভিন্ন জেলায় আচার বিক্রি শুরু করেন।

শেরপুর জেলার নারী উদ্যোক্তা জিনিয়া আক্তার (২১)। ২০২২ সালে টিউশনির জমানো ৩ হাজার টাকা দিয়ে শুরু করেন আচারের ব্যবসা। প্রথমে জেলার ৫ উপজেলায় আচার বিক্রি করেন। পরে অনলাইনে দেশের বিভিন্ন  জেলায় আচার বিক্রি শুরু করেন। কিন্তু তার চলার পথটা সহজ ছিল না।

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়ার মৃত জাকির হোসেন ও তাসলিমা আক্তার দম্পকির মেয়ে। জিনিয়া ২০২০ সালে শেরপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২২ সালে শেরপুর সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন।

নারী উদ্যোক্তা জিনিয়া আক্তার জানান, ২০২১ সালে তার বাবা মারা যাওয়ার পর পরিবারের পুরো দায়িত্ব পরে তার ওপর। সেসময় তিনি আয়ের জন্য টিউশনি শুরু করেন। পাশাপাশি ভাবতে থাকেন কিছু করে দ্রুত সফলতা অর্জনের। এরপর ২০২২ সালের জুলাই মাসে টিউশনির জমানো ৩ হাজার টাকা দিয়ে শুরু করেন আচারের ব্যবসা।

প্রথমে শেরপুরের ৫ উপজেলায় আচার বিক্রি হলেও গুণগত মান ভালো হওয়ায় জিনিয়ার আচার অনলাইনের মাধ্যেমে বিক্রি হয় দেশের বিভিন্ন জেলায়। বর্তমানে জিনিয়ার তৈরি আমের আচার কেজি প্রতি ৬৫০ থেকে ৭০০, বড়ইয়ের আচার ৫৫০ থেকে ৬০০, তেতুঁলের আচার ৬০০ থেকে ৬৫০, গরুর মাংসের আচার ১৫০০ থেকে ১৬০০ এবং শুঁটকির আচার বিক্রি হয় ৮০০ থেকে ৯০০ টাকায়।

জিনিয়া বলেন, আচারের পাশাপাশি অনলাইন কাপড়ের ব্যবসাও রয়েছে তার। যেখানে প্রতিদিন তিনি আধুনিক ও নিত্যনতুন ডিজাইন এবং নানা রংয়ের কাপড় বিক্রি করে থাকেন। বর্তমানে তার নতুন একটি প্রতিষ্ঠান জেলায় খুবই সাড়া ফেলেছে যার নাম ‘ভাতের হাঁড়ি’। এটি একটি ভ্রাম্যমাণ খাবার হোটেল। যেখান থেকে মাত্র ৮০ থেকে ১০০ টাকায় ভাত, বিভিন্ন প্রকারের ভর্তা-ভাজি, মাছ, ডিম, ডাল ও মাংস পাওয়া যায়। তার ‘ভাতের হাঁড়ি’ ইতোমধ্যে সুনাম ছড়িয়েছে জেলার সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রমজীবী মানুষের মধ্যে।

জিনিয়া জানান, ব্যবসা থেকে লাভের অংশ ও এনজিও থেকে ঋণ নিয়ে তার বর্তমান মূল পুঁজি প্রায় ৩ লাখ টাকা।

আফিয়া আফরোজ সাইমা বলেন, জিনিয়া আমার খুব ভালে বন্ধু। তার ইচ্ছা শক্তি প্রবল। জিনিয়ার বাবা মারা যাওয়ার পর, সে যেভাবে ঘুরে দাঁড়িয়ে পরিবারের হাল ধরেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। আমরা আশা করি নিজ যোগ্যতায় জিনিয়া একদিন দেশসেরা নারী উদ্যোক্তার পরিচয় পাবে।

প্রতিবেশী ফারজানা আক্তার লিপি জানান, আমাদের দেশ এখন অনেক এগিয়ে। কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরাও সফল। যার অন্যতম উদাহরণ জিনিয়া। মাত্র ৩ হাজার টাকায় ব্যবসা শুরু করলে তার পুঁজি দিনে দিনে বাড়ছে। সে স্বপ্ন দেখে তার প্রতিষ্ঠানে একসময় অনেক বেকার নারীর কর্মসংস্থান হবে।

জেলা বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক বিজয় দত্ত জানান, জেলার নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সময় আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। ৫ দিনব্যাপী এসব প্রশিক্ষণে নারী উদ্যোক্তাদের হাতে কলমে নানা বিষয়ে শেখানো হয়। প্রশিক্ষণ শেষ হওয়ার পর তাদের সরকারিভাবে সার্টিফিকেট দেওয়া হয়। পাশাপাশি নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণ প্রাপ্তির আবেদনের ভিত্তিতে স্বল্প সুদে ৫০ হাজার থেকে শুরু করে ২ লাখ টাকা ঋণ দেওয়া হয়।

কেকে/এএম




মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পরিবেশ মামলায় সাজাপ্রাপ্ত ইটভাটা মালিক ফোরকান গ্রেফতার
সাতক্ষীরায় দুধ কিনতে না পেরে মাত্র ২০ হাজার টাকায় সন্তান বিক্রি
সাতক্ষীরায় বজ্রপাতে নারী শ্রমিকের মৃত্যু
যারা কর্ম ও অপকর্মের মধ্যে পার্থক্য জানে না তারা অথর্ব: মাসউদ
খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন

সর্বাধিক পঠিত

‘আর একবার যদি ছেলের মুখে মা ডাকটা শুনতে পারতাম’
৪ কোটি টাকার বাস টার্মিনাল ১৫ বছর ধরে পরিত্যক্ত
ভূঞাপুরে এসিল্যান্ডের বিরুদ্ধে কেন্দ্র সচিবকে লাঞ্ছিত ও গালিগালাজের অভিযোগ
নালিতাবাড়ীতে ৬ মাসে বালু সংক্রান্ত অভিযানে ৬০ লাখ টাকা জরিমানা
গজারিয়ায় পানিতে পড়ে নৌযান শ্রমিক নিখোঁজ

বেগম রোকেয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close