ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের অভ্যন্তরে মাদক সেবন ও ধূমপানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
হলের প্রভোস্ট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবাসিক ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হলের ব্যক্তিগত রুমে বা হল গেটের অভ্যন্তরে ধূমপান ও কোনো প্রকার মাদক সেবন করা যাবে না। শিক্ষার্থীদের এই আদেশ মেনে চলার নির্দেশ দেয়া হলো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অধ্যাপক ড. আবদুল কাদের বলেন, হলের ছাত্রদের সঙ্গে মতবিনিময় করেছিলাম। তারা দাবি জানিয়েছিলেন যে হলে এ ধরনের সমস্যা হচ্ছে। তাই সতর্কতামূলকভাবে বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। কারোর বিরুদ্ধে অভিযোগ উঠলে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কেকে/এএম