ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে কোনো গ্রুপ বা পেইজ চালাতে হলে অ্যাডমিনদের লিখিত অনুমতি নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পেইজ বা গ্রুপ চালাতে হলে গ্রুপ বা পেইজের অ্যাডমিনদেরকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হতে লিখিত অনুমতি নিতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেন, বর্তমানে চলমান এমন গ্রুপ বা পেইজের অ্যাডমিনদের ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য হবে। অন্যথায় গ্রুপ বা পেইজ বন্ধের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রিপোর্ট করে তা বন্ধ করার ব্যবস্থাসহ প্রয়োজনবোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
কেকে/এএম