স্বপ্ন আঁকে রং তুলিতে
ইচ্ছে জাগে মনে,
অমর একুশ বই মেলাতে
যাবে বাবার সনে।
হাওয়ার সাথে পাল্লা দিয়ে
হাওয়ায় মিষ্টি খেয়ে,
হাতি ঘোড়া ছড়ার বইয়ে
কি আনন্দ পেয়ে।
নাগরদোলায় উঠবে আরো
দেখবে মেঘের বাড়ি,
কেমন করে থাকে মিশে
বরফ গলা সারি।
সয়না দেরি খুকির এখন
অপেক্ষাতে থাকে,
অমর একুশ বই মেলা যে
খুকির স্বপ্নে ডাকে।
কেকে/এএম