গাজীপুরের টঙ্গীর তিলারগাতী এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও মজুদের অপরাধে একটি কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদফতর। এসময় বিপুল পরিমাণ পলিথিন, পলিথিন তৈরির কাঁচামাল জব্দ এবং কারখানা মালিককে নগদ দুই লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারী) পরিবেশ দূষণ বিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদফতর ঢাকা সদর দফতরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের উদ্যোগে দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতর ঢাকা সদর দফতরের ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর সিনিয়র সহকারী সচিব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান উল ইসলাম।
গাজীপুর জেলা পরিবেশ অধিদফতরের উপপরিচালক আরেফিন বাদল জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনের অপরাধে এমএইচটি ট্রেডার্সকে নগদ দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রায় দুই টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও আনুমানিক ৫০০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। এছাড়া কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ ঘটনায় ১টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে গাজীপুর পরিবেশ অধিদফতরের রিসার্চ অফিসার মকবুল হোসেন, সহকারী পরিচালক মইনুল হক, পরিদর্শক নুরল আমিন প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদফতরের গাজীপুর কার্যালয়ের সার্বিক সহযোগিতায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন।
কেকে/এজে