আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০০ আসন পেলেও জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ‘খুলনা বিভাগের অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, শেখ হাসিনা পলায়নের পর দেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে তা ধারণ করতে না পারলে কোনো লাভ নেই। নতুন বাংলাদেশ বললে হবে না, রূপান্তরমূলক যদি পরিবর্তন না হয়, তবে এ গর্ত থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা নেই।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে আমীর খসরু বলেন, স্বৈরাচার যে বাজেট করেছে তা স্থগিত রাখেন। এটা দুর্নীতির বাজেট, কেন অন্তর্বর্তী বাজেট করছেন না?
নতুন করে আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, এমনিতেই বাংলাদেশের মানুষের নাভিশ্বাস। মানুষ খেতে পারছে না। এই কর, এই ভ্যাট বৃদ্ধির কারণে আগামী দিনে মানুষ আরও দারিদ্রসীমার নিচে যাবে।
যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালিমুল হক কামাল, মাহমুদ হাসান ও শামসুর রহমান। স্বাগত বক্তব্য দেন যশোর চেম্বার অব কমার্সের সম্পাদক তানভীরুল ইসলাম। এছাড়াও খুলনা বিভাগের ১০ জেলার চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা সভায় বক্তব্য দেন।
কেকে/এজে