ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে চায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী মিহির চক্রবর্তী। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা থেকে পড়তে আসা মিহির চক্রবর্তী হাবিপ্রবির বিজনেস স্টাডিজ অনুষদের একাউন্টিং বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী।
তার মা বর্তমানে ব্রেস্ট ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
মিহিরের মা গত চারমাস থেকে প্রাথমিক পর্যায়ে রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে (ডক্টর'স) এ চিকিৎসারত ছিলো। বর্তমানে রাজশাহী মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের পক্ষে চিকিৎসার এত ব্যায়ভার বহন করা সম্ভব নয় মর্মে তিনি সমাজের বিত্তবান এবং দানশীল ব্যাক্তিদের নিকট আর্থিক সাহায্য চেয়েছেন।
আর্থিক সাহায্য চেয়ে মিহির বলেন,‘অত্যন্ত বেদনার্ত ও শোকাবহ হৃদয় এবং অশ্রুসিক্ত নয়নে সকলকে জ্ঞাপন করছি যে, আমার ৪৫ বছর বয়সী মা কয়েক মাস যাবৎ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছে। বর্তমানে ক্যান্সার ব্রেন ও ফুসফুসে ছড়িয়ে পড়েছে। পরিবারের বর্তমান উপার্জনক্ষম কেউ নেই, আমাদের সঞ্চয়ের পুরো অর্থ মায়ের চিকিৎসায় ফুরিয়ে গেছে। আর্থিক সংকটের কারণে আমি টিউশনি করেই আমার লেখাপড়ার খরচ চালাই এবং পরিবারকেও সাপোর্ট দেয়ার চেষ্টা করি। তাই আপনাদের সকলের প্রতি আমার আকুল আবেদন এই যে, এই সংকটাপন্ন দুর্দিনে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আমাকে কিছু আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো।’
তার সহপাঠী রাহুল পাল বলেন, ‘ভূপেন হাজারির সেই গানের লাইন বলতে চাই, মানুষ মানুষের জন্য ;জীবন জীবনের জন্য। আপনারা আপনাদের সামর্থ্য মোতাবেক সহযোগিতা করে একজন মায়ের জীবন বাঁচাতে সহযোগিতা করুন।আপনাদের সহযোগিতার মাধ্যমে হয়তো একটি পরিবার আলোর দেখা পেতে পারে।’
অনুদান পাঠানোর ঠিকানাঃ
মিহির: 01767515038 (Bkash, Personal)
রাহুল: 01640328463 (BKash/Nagad/Rocket)
Bank Account:
2050-77702-01098783
Islami Bank Bangladesh PLC
Acc Name: Rahul Paul
Branch: Agent Banking, Dhaka South, Bangladesh.
কেকে/এমএস