পঞ্চগড়ের বোদা পৌরসভায় বর্ণমালা বিদ্যাপিঠ এর নতুন ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে থানা রোডস্থ আনায়োরা প্লাজায় এ ক্যাম্পাসের উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। পৌর বিএনপির সদস্য সচিব ও প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি দিলরেজা ফেরদৌস চিন্ময়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও সাকোয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আফাজুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ও বণিক সমিতির সাধারণ সম্পাদক একেএম আখতার হোসেন হাসান, পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারা, স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু হেনা মো. মোবিনুল ইসলাম (কাজল)।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম, জেলা কৃষকদলের সদস্য সচিব শাহজাহান আলম, তিতোপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, বোদা বাজার বনিক সমিতির আবু জাভেদ মজুমদার চৌধুরী (খসরু), উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জীবন প্রমুখ।
স্বাগত বক্তব্যে অধ্যক্ষ আবু হেনা মো. মোবিনুল ইসলাম (কাজল) বলেন, ২০০৬ সালে আমি এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করি। মত এবং পথের অমিল হওয়ার কারণে আপনাদের (শিক্ষার্থীর অভিভাবক) পূর্বানুমতি ছাড়াই খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে পূর্বের ক্যাম্পাস পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো বিরোধ নয় কোনো বিরোধিতা নয় শুধুমাত্র শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধারকথা চিন্তা করেই আমি এ সিদ্ধান্ত নিয়েছি।
এসময় প্রধান অতিথি আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বলেন, আমাদের সন্তানদের আমরা ডিসি, এসপি, ইউএনও, ডাক্তার সহ সরকারী কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখাই। আমরা বিগত দিনে দেখেছি, সৎ ইঞ্জিনিয়ার, সৎ ডাক্তার সৎ প্রশাসনিক কর্মকর্তা আমরা পাই নাই। আমাদের সমাজে ভালো মানুষের বড় অভাব। আমাদের সন্তানদের আগে ভালো ও সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তোমরা জীবনে যেখানে যাও, যে কর্মস্থলে যাও, আগে তোমাদের ভালো মানুষ হতে হবে। কর্মস্থলে যদি তোমরা সৎ থাকতে পারো, তাহলে তোমাদের মাধ্যমে জাতি উপকৃত হবে, আমাদের এলাকার মুখ উজ্জল হবে। তিনি আরো বলেন, বোদা উপজেলায় বর্ণমালা বিদ্যাপিঠ সুনামের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। আমি আশা করব, বর্ণমালা বিদ্যাপিঠ বোদা উপজেলায় একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠান হবে।
কেকে/এমএস