মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রোপনকৃত হল্যান্ডের ড্যানিসপো কোম্পানির বীজ আলুর গাছ পরিদর্শন করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার সোনারং গ্রামের কৃষক কামাল শেখ এর জমিতে রোপন করা ড্যানিসপো কোম্পানির আলু গাছ পরিদর্শন করেন।
এসময় কৃষি কর্মকর্তা বলেন, গাছের মান খুবই ভালো। ফলনও ভালো হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া ওই জমির মালিককে ঠিক মতো গাছ পরিচর্যা করার পরামর্শ দেন তিনি।
এ ব্যাপারে ড্যানিসপো কোম্পানি বীজ আলু আমদানিকারক মেসার্স অরিত্র এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকার মো. রনি শেখ জানান, ড্যানিসপো কোম্পানির বীজ আলুর গুনগত মান খুবই ভালো। পূর্বেও এই বীজ থেকে পর্যাপ্ত পরিমান আলু হয়েছিলো। আশা করছি এইবারো খুব ভালো ফলন হবে। আমরা এবছর বীজ আলু রোপনের শুরু থেকেই কৃষকের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো।
অন্যান্যদের মধ্যে এ সময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো: মোজাফফর হোসেন শেখ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টঙ্গীবাড়ীর এস,এ,পি,পিও, মো. আমিনুর রহমান, স্থানীয় কৃষক আব্দুল কাদির শেখ,রিপন শেখ, আনোয়ার হোসেন, ইসমাইল বেপারী, আবু সাইদ বেপারী, মো. রাকিব প্রমুখ।
কেকে/ এমএস