নরসিংদীর বেলাবোতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ কারিগরি বি.এম কলেজ সংলগ্ন সড়কের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানান, সকালে সড়কের পাশের একটি ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ ও স্থানীয়রা। মরদেহ উদ্ধার করে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলাচ্ছে পুলিশ। দাড়িগোঁফসহ নিহতের শরীরে কালো রংয়ের চেক লুঙ্গী, চকলেট রং এর সুয়েটার ও জ্যাকেট পরিহিত ছিল।
ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান, ওসি মীর মাহবুবুর রহমান।
কেকে/এমএস