রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫,
১১ ফাল্গুন ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: বাধ্যতামূলক অবসরে চার ডিআইজি      ভারতে বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান      বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল      ভারতের দিকে তাকিয়ে আ.লীগ নেতারা      কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন না করতে পুলিশ সদস্যদের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার      হামাস মুক্তি দিলেও, ফিলিস্তিনিদের মুক্তি আটকে দিলেন নেতানিয়াহু      মাথায় লাল কাপড় বেঁধে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে কুয়েট শিক্ষার্থীরা      
গ্রামবাংলা
‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’ দেয়ালে লিখে হুমকি
আরিফুল হক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ২:৪৬ পিএম  (ভিজিটর : ১০৭)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘সমন্বয়ক, মরার জন্য প্রস্তুত হ।’ এমন কথা লিখে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সংগঠক মোহাইমিনুল ইসলাম শিহাবের বাড়ির দেয়ালে।

গত সোমবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরশিহারী গ্রামে তাঁর বাড়ির দেয়ালে এটি লেখা হয়।

মোহাইমিনুল ইসলাম শিহাব ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাবার নাম আব্দুল মোতালিব।

এটিকে হত্যার হুমকি বলছেন মোহাইমিনুল ইসলাম শিহাব। পরে এ ঘটনায় গত মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে শিহাব এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন,' ঠিক আছে আমিও মৃত্যুর জন্য প্রস্তুত। আমাকে দমায় রাখতে পারবেন না। দেশের জন্য ও দেশের মানুষের জন্য জীবন দিতে আমি প্রস্তুত।

স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, ৫ অগাস্টের আগে ও পরে জানা মতে ঈশ্বরগঞ্জের কোন আওয়ামী লীগ নেতার কোন রকম ক্ষতি আমি করি নাই। আমার বাসার সামনে লিখে গেলেন, "সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ''। আরে ভাই আমি তো অনেক আগে থেকেই প্রস্তুত হয়ে আছি মরার জন্য। মানুষ মানেই মরণশীল। মরতে একদিন হবেই, দেশের জন্য না হয় জীবন আরেকবার দিলাম।  

এ নিয়ে মঙ্গলবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন মোহাইমিনুল ইসলাম শিাহব। পুলিশ বলেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, গত বছরের  জুলাই ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলের প্রথম সারিতে থেকে শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করেছিলেন শিহাব। যেকারণে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লোপাট করা হয়েছিল।

তিনি বলেন, ‘সোমবার রাত আনুমানিক ১১টার দিকে রাতের খাবার খেয়ে আমি ঘুমিয়ে পড়ি। এ সময় দেয়ালে কোন লেখা ছিল না। পরদিন মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে  আমার মা সেলিনা বেগম বাড়ির সামনের দেয়ালে লাল রং দিয়ে-'সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ' লেখাটি দেখে ডাক-চিৎকার করতে থাকে। মায়ের চিৎকার শুনে আমি ঘুম থেকে ওঠে এসে লেখাটি দেখতে পাই। অধিকাংশ সময় মা-বাবা ও বোন বাড়িতে একা থাকেন। তাঁদের নিরাপত্তার কথা ভেবে আতঙ্কিত হচ্ছি। এ বিষয়ে থানায় অভিযোগ করেছি।’

ঈশ্বরগঞ্জ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন বলেন, এ বিষয়ে মোহাইমিনুল ইসলাম শিহাব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা চলমান আছে, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, গুরুত্ব বিবেচনায় আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি জানান ওসি।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে আ.লীগের নেত্রীসহ পাঁচজন গ্রেফতার
বাধ্যতামূলক অবসরে চার ডিআইজি
কেশবপুরে নাক, কান ও গলাবিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
ভারতে বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
বোরো চাষে পানির মহা সংকটে কুষ্টিয়ার লক্ষাধিক কৃষক

সর্বাধিক পঠিত

শাবি ক্যাম্পাসে কর্মীসভার অনুমতি না পাওয়াকে ষড়যন্ত্র বলছে ছাত্রদল
বাকৃ‌বি‌তে জন্ম নি‌রোধকসহ ৫ ছিনতাইকারী আটক
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা
বৈষম্যবিরোধীদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
নওগাঁ জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন খোলা কাগজের আব্দুর রউফ পাভেল

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝