রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনে’র ব্যানারে এই মানববন্ধন করেন শিক্ষার্থীরা।
সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স এন্ড টেকনোলোজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, গতকাল (২১ জানুয়ারি) আনুমানিক রাত ১১টার দিকে শহীদ মহিলা কলেজের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় ১০-১৫ জন দুর্বৃত্ত এসে তাকে লাঠি-রড দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে চলে যায়। পরবর্তীতে আশে পাশের লোকজন মিলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রাজন বলেন, আপনারা জানেন গতকালকে আমাদের অন্যতম সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের উপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। আমি মনে করি, এটা একটা পরিকল্পিত হামলা। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পারছি, সমন্বয়কদের উপরে হামলার হুমকি দেওয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত সময়ে হামলাকারীদের বিচার আওতায় আনার দাবি জানাই।
স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব বলেন, যখন জুলাই আন্দোলনে আমারা কাউকে পাচ্ছিলাম না, তখন আমরা শহীদ কে পেয়েছিলাম। তখন কেউ নাম দেওয়ার মত ছিল না, কিন্তু ১৭ সমন্বয়কের ভিতরে তিনি একজন ছিলেন। তিনি জুলাই আন্দোলনে আমাদের একজন সহযোদ্ধা। যারা চেয়ারে বসে আছেন, তারা যদি দ্রুত সময়ে হামলাকারীদের আইনের আওতায় না আনতে পারেন তাহলে আপনার চেয়ার থাকবে না।
মানববন্ধন সঞ্চালনা করেন,‘স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনে’র সাধারণ সম্পাদক ফাহিম রেজা। এসময় বিভিন্ন বিভাগ ও স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সদস্য মিলিয়ে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস