কণ্ঠশিল্পী স্বপ্নীল রাজের নতুন গান প্রকাশ পেয়েছে। গানের শিরোনাম ‘মানুষ চেনা দায়’। এটি লিখেছেন বাসেল কবির ও সুর করেছেন শানু।
সপ্নীল রাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ করা হয়েছে বলে জানা গেছে।
গান প্রসঙ্গে সপ্নীল রাজ বলেন, গানের কথা গুলোর মায়ায় পড়ে গেয়েছি। সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে। সবার কাছেও ভালো লাগে বলে বিশ্বাস করি।
তিনি আরও বলেন, সামনে বেশ কিছু নতুন গান নিয়ে আসছি। গানের কাজ গুলো চলমান রয়েছে। আমাদের সঙ্গেই থাকুন।
কেকে/এজে