সিলেটের গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড বৃহত্তর নিহাইন, ডাকাতিকান্দি, সাতকুড়িকান্দি, তুরালিকান্দি হয়ে গোয়াইন নদী পর্যন্ত ক্ষেতের জমির মাটি কেটে খাল খাল খনন বন্ধের দাবিতে বিশাল মানববন্ধন করেছে বৃহত্তর নিহাইন মৌজাসহ এলাকাবাসী।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে ডৌবাড়ী ইউনিয়নের নিহাইন হাওরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, ৯নং ভৌবাড়ী ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের বৃহত্তর নিহাইন ৬ মৌজা মৌজার কয়েক হাজার লোকজন বিগত কয়েক যুগ ধরে নিহাইন হাওর কেণ্ডা বিলের চারি পাশে ধান চাষ করে শতশত পরিবার জীবিকা নির্বাহ করে আসছেন। গরু, মহিষ, ছাগল চড়ানো হয় এই হাওড়ে। এছাড়া হাওড়ে মানুষ চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে খাল খনন করা হলে বৃহত্তর নিহাইন এলাকাবাসীর শত শত হেক্টর কৃষি জমি নষ্ট হবে। ফলে অনেক কষ্টে দিন পার করতে হবে এই এলাকার কৃষকসহ এলাকাবাসীর।
বৃহত্তর নিহাইন ৬ মৌজার জনসাধারন এবং কৃষকদের শত বিঘা ক্ষেতের জমি রক্ষা করতে এবং গরু, মহিষ হাওড়ের যাওয়ার সুবিধার্থে এই খাল খননটির কাজ বন্ধ করার জন্য সরকারের বিভিন্ন দফতর লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃহত্তর নিহাইন মৌজাবাসী। এই খাল খনন বন্ধ করতে সরকারের কাছে জোর দাবি জানান এলাকাবাসী।
কেকে/এএম