রংপুরের গঙ্গাচড়ায় ৯৮ বোতল ফেনসিডিলসহ রেজাউল করিম (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
রেজাউল উপজেলার কোলকোন্দ ইউনিয়নের মটুকপুর গ্রামের আলা মিয়ার ছেলে। বিষয়টি গতকাল দুপুরে নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আবুল হাসান।
র্যাব-১৩ জানায়, রেজাউল দীর্ঘদিন থেকে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল পাঁচটার দিকে রেজাউলের বাড়িতে অভিযান চালিয়ে র্যাব-১৩ সদস্যরা ৯৮ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে।
পরবর্তী কার্যক্রমের জন্য রেজাউলকে গঙ্গাচড়া মডেল থানায় হস্তান্তর করে। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, রেজাউলকে মাদক আইনের মামলায় বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
কেকে/এএম