সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫,
১২ ফাল্গুন ১৪৩১
বাংলা English

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: পদত্যাগের গুঞ্জনে যা বললেন নাহিদ ইসলাম      এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি বা এর ওপরে রাখতে পরিপত্র জারি      ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৫৮৫      সরকার সম্ভবত লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে: তারেক রহমান      বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয় ‘উগ্র বাম কমিউনিস্টদের’ ভোট দিতে      আগে স্থানীয় নির্বাচন, পরে জাতীয় নির্বাচন: আবদুল কাইয়ূম      পাহাড় খেকোদের ব্যবস্থা নিতে পরিবেশ অধিদফতরের অনিহা       
গ্রামবাংলা
মতলব উত্তরে ৩৮ শতাংশ টিউবওয়েলে আর্সেনিক!
সুমন আহমেদ, মতলব (চাঁদপুর)
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৫:৪৯ পিএম  (ভিজিটর : ১১৯)
আর্সেনিকযুক্ত ও আর্সেনিকমুক্ত টিউবওয়েল। ছবি: প্রতিনিধি

আর্সেনিকযুক্ত ও আর্সেনিকমুক্ত টিউবওয়েল। ছবি: প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৩৮শতাংশ মালিকানা টিউবওয়েলে ধরা পড়েছে আর্সেনিক! এ উপজেলায় মালিকানা টিউবওয়েল রয়েছে প্রায় ৪০ হাজার। এরমধ্যে গত ২০২২ সালে ৩১ হাজার ৯৬০টি টিউবওয়েলের পানি পরীক্ষা করে ১২ হাজার ১৪১টি টিউবওয়েলের পানিতে আর্সেনিক ধরা পড়েছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২০২১ সালের ডিসেম্বরে আর্সেনিক প্রজেক্টের মাধ্যমে আউটসোর্সিং জনবল নিয়োগ করে টিউবওয়েলের পানি পরীক্ষা করা হয়। এরমধ্যে বাগানবাড়ি ইউনিয়নে ১ হাজার ২৫টি, দুর্গাপুর ইউনিয়নে ১ হাজার ৪৩৮টি, এখলাছপুর ইউনিয়নে ৪২৫টি, ফরাজীকান্দি ইউনিয়নে ১ হাজার ৮৭টি, ইসলামাবাদ ইউনিয়নে ৬৭২টি, জহিরাবাদ ইউনিয়নে ৪৯৫টি, কলাকান্দা ইউনিয়নে ৭২১টি, মোহনপুর ইউনিয়ন দে ৭৩২টি, ফতেপুর পশ্চিম ইউনিয়নে ৫২৭টি, সাদুল্লাপুর ইউনিয়নে ১ হাজার ৯৮টি, ষাটনল ইউনিয়নে ১ হাজার ৯টি ও সুলতানাবাদ ইউনিয়নে ৫৩৩টি টিউবওয়েলে আর্সেনিক ধরা পরে। এছাড়াও ছেংগারচর পৌরসভা, ফতেপুর পূর্ব ও গজরা ইউনিয়নেও বেশ কিছু টিউবওয়েলসহ মোট ১২ হাজার ১৪১টি টিউবওয়েলে আর্সেনিক ধরা পড়েছে।

মতলব উত্তর উপজেলার এলাকার বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখা গেছে, মালিকানা টিউবওয়েলগুলো থেকে মানুষ প্রতিনিয়ত পানি পান করছে। বিশেষ করে একক পরিবারগুলো মালিকানা টিউবওয়েলের পানি ছাড়া বিকল্প ব্যবস্থায় পানি পাচ্ছেন না। পর্যাপ্ত বাজেট না থাকায় গভীর নলকূপও স্থাপন করতে পারছেন না। ফলে বাধ্য হয়ে প্রতিনিয়ত আর্সেনিক বাহিত পানি পান করছেন কয়েক লাখ মানুষ।

সচেতন মহল মনে করেন, পরিবেশগত কারণে আর্সেনিকের পরিমাণ বাড়ছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে সবাইকে সচেতন হতে হবে। না হলে আর্সেনিকের ভয়াবহতা খুবই দ্রুত ছড়িয়ে পড়বে। এ নিয়ে সরকারকেও কাজ করার অনুরোধ জানান সচেতন মহল।

আর্সেনিক রোগীর কোনো তথ্য নেই মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে মেডিকেল টেকনিশিয়ান ভাষান কীর্তনীয়া বলেন, ২০২৩ সালে ৩৩ জন আর্সেনিক রোগীর তালিকা ছিল তারা চিকিৎসা নিয়েছেন। আর ২০২৪ সালে ৪ জন আর্সেনিক রোগীর তথ্য আছে। এছাড়া আমাদের কাছে আর কোনো রোগী আসে নাই।

উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন বলেন, আর্সেনিক টিউবওয়েলের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। এই ধারা থেকে মুক্তি পেতে আমাদের সচেতন হতে হবে। আমাদের ইউনিয়নে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি।

উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী সজিব চন্দ্র দাস বলেন, মতলব উত্তর উপজেলায় গভীর নলকূপ আছে ৯ হাজার ৮২৫টি। এগুলোর মধ্যে আর্সেনিক পাওয়া যায়নি, এগুলো আর্সেনিক মুক্ত। মালিকানা টিউবওয়েল যেগুলো গভীরতা খুবই কম ওইসব টিউবওয়েলে ৩১ হাজার ৯৬০টি টিউবওয়েলের পানি পরীক্ষা করা হয়েছিল। এরমধ্যে আর্সেনিক পাওয়া গেছে ১২ হাজার ১৪১ টিতে। আর্সেনিক পানি পান করার কারণে মানুষ আর্সেনিক অ্যাসিস রোগে আক্রান্ত হতে পারে। যার দৃশ্যমান হলো হাতে গুটি গুটি ধরনের চর্মরোগ দেখা দেবে। এছাড়াও এ রোগের কারণে ১০-১৫ বছর পরে মানবদেহে ক্ষতিকর প্রভাব পড়বে এবং মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে।

তিনি আরো বলেন, আমাদের পক্ষ থেকে পরামর্শ হলো, পাশে যাদের বাড়িতে আর্সেনিক মুক্ত টিউবয়েল আছে তাদের থেকে পানি সরবরাহ করে পানি করতে হবে। অথবা আর্সেনিক প্রতিরোধী কোনো ফিল্টার ব্যবস্থাপনা করে পানি পান করার ব্যবস্থা করতে হবে।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুল ইসলাম বলেন, আর্সেনিক হল একটি স্লোপয়েজম। আর্সেনিক দিয়ে আগের দিনে রাজা বাদশাদের মেরে ফেলার কাজে লাগাতো। আর্সেনিকে যে আক্রান্ত হবে, তার জীবন শেষ হয়ে যাবে চিকিৎসা করাতে করাতে। এ রোগে আক্রান্ত হলে ব্রেইন, হার্ট, কিডনিসহ শরীরের সকল অঙ্গে ক্যান্সার হতে পারে। আর্সেনিকের প্রাথমিক লক্ষণ চর্মরোগ সৃষ্টি হয়। সবাইকে বিশুদ্ধ পানি পান করার ব্যাপারে সচেতন থাকতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, আর্সেনিকের বিষয়টি খুবই জটিল। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চকরিয়ায় ১২তম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত
নোবিপ্রবিতে ইশারা ভাষা বিষয়ক কর্মশালার আয়োজন
শ্রীমঙ্গলে লাইব্রেরি ও শিশু উদ্যান দখলমুক্ত করার দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম
রাবিকে পেছনে ফেলে সহকারী জজে সারা দেশে প্রথম হলেন ববির সাদিয়া
কোহলির সেঞ্চুরিতে উড়ে গেল পাকিস্তান

সর্বাধিক পঠিত

সায়ান রিসোর্টের আড়ালে নারী ও মাদক ব্যবসা
পুত্র সেজে ভাতিজা তোলেন মুক্তিযোদ্ধা ভাতা, জড়িত ইউপি সচিব
ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলের এডহক কমিটির সভাপতি মীর নেওয়াজ
বিদ্যালয়ে না গিয়েও সুবিধা ভোগের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
আম্পায়ারের ভুল সিদ্ধান্তে পাবিপ্রবির ক্রিকেট ফাইনাল বন্ধ

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝