মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫,
৪ চৈত্র ১৪৩১
বাংলা English

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
শিরোনাম: ঈদে গণপরিবহন সেবা নিয়ে শঙ্কা      কিছুতেই থামছে না ভারত      গণঅভ্যুত্থানের সাত মাসে শ্রমজীবীদের কোন প্রত্যাশাই পূরণ হয়নি: সাইফুল হক      ভারতীয় মিডিয়া বিশ্বে বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা      ধর্ষণের মিথ্যা মামলার ক্ষেত্রেও থাকছে কঠোর বিধান      কাঠগড়ায় কাঁদলেন শাজাহান খান      খালের উৎপত্তিস্থলে ফ্যাক্টরি নির্মাণে স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা      
গ্রামবাংলা
প্রশাসনের বাঁধায়ও বন্ধ হয়নি সরকারি খাল দখল
সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৬:২১ পিএম  (ভিজিটর : ৩৩৪)

মানিকগঞ্জের সিংগাইরে খালের সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণে অভিযোগ উঠেছে। এ বিষয়ে কয়েকদিন আগে  জাতীয় দৈনিক খোলা কাগজসহ বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন বাঁধা দিয়ে খাস জমিতে ভবন নির্মাণ বন্ধ করে দেন।

তবে প্রশাসনের বাঁধা উপেক্ষা করে আবার ওই জমিতে ভবনের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে অভিযুক্ত চান্দহর ইউনিয়নের বাঘুলী গ্রামের মদন মোল্লার ছেলে প্রবাসী মান্নান মোল্লা। খালের জায়গায় বহুতল ভবন নির্মাণে স্থানীয় সচেতন মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

খোঁজ নিয়ে জানা গেছে, চান্দহর ইউনিয়নের চান্দহর-সিরাজপুর সড়কের বাঘুলি গ্রামে একটি সরকারি খাল। সেই খালের উপর একটি সেতুর গাইড ওয়ালসহ খালের জমি দখল করে প্রবাসী মান্নান মিয়া বহুতল ভবন নির্মাণ করছেন। সেটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে চান্দহর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. কামরুল ইসলাম পরিদর্শন করে বাঁধা দেন। পরবর্তীতে তার বাঁধা উপেক্ষা করেই ভবনের নির্মাণ কাজ এখনো চলছে।

কামরুল ইসলাম জানান, আমি কাজ বন্ধ করে দিয়েছি এবং স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি নজর রাখতে বলেছি। তারপরও কাজ করলে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিবেন।

স্থানীয় মো. আব্বাস খান বলেন, এটি সরকারি খাল। এক সময় প্রবাহমান ছিল। কৃষি জমির পানি এই খাল দিয়ে বেরিয়ে নদীতে যেত। তবে দখল ও দূষণে খালটি আজ অস্তিত্ব সংকটে পড়েছে। দখলকারীরা প্রভাবশালী হওয়ায় ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্টরা। খালটি যেন দখল না হয় প্রশাসনের কাছে দাবি জানান তিনি।

অবৈধভাবে খাস জমি দখলের বিষয়ে কথা বলতে মান্নান মিয়ার বাড়িতে গেলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। মান্নানের ছেলে জানান, এলাকার অনেকেই খালের মধ্যে বাড়ি নির্মাণ করেছে। সবাই দখল করছে তাই আমরাও করছি।

উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল ইসলাম সোহাগ বলেন, বিষয়টি আমরা জানার পর কাজ বন্ধ করেছি। তারপরও যদি কাজ করে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কে জানিয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

কেকে/এএম


মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঈদে গণপরিবহন সেবা নিয়ে শঙ্কা
মেয়েকে ধর্ষন চেষ্টার অভিযোগ বাবার বিরুদ্ধে, এলাকাবাসীর বাড়ি ঘেরাও
কিছুতেই থামছে না ভারত
লালমনিরহাটে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১
কুমিল্লায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে তেল নিয়ে কারসাজি, সাত ব্যবসায়ীকে জরিমানা
কিশোরগঞ্জে জামায়াতের আইনজীবী বিভাগের ইফতার মাহফিল
আবারো সিরাজগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের মশাল মিছিল ও মানব বন্ধন
জমাদার বাজার ইসলামী ব্যাংকের গ্রাহকদের সম্মানে ইফতার

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close