সাংবাদিক মো. তৌহিদুল ইসলাম তালুকদার লায়নরের বাবা জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক ও সাধারণ সম্পাদক এবং মাত্রাই ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আতাউর রহমান তালুকদার(খসরু) মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার(২২ জানুয়ারী) দুপুর ১টা ৫০মিমিটে জয়পুরহাট আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় মাত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান তালুকদার, কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম ও টুকু চৌধুরী, কালাই সাংবাদিক পরিষদরদের সভাপতি মো. শাহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আ. করিমসহ প্রমুখ।
বিবৃতিতে তারা বলেন, আতাউর রহমান তালুকদার (খসরু) মতো ত্যাগী, দক্ষ ও সাহসী নেতা অনুকরণীয় হয়ে থাকবে। তিনি দলের জন্য ছিলেন নিবেদিত প্রাণ। তার মৃত্যুতে দল একজন সাহসী যোদ্ধাকে হারালো এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
কেকে/এজে