মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছেলের সামনে পিতাকে হত্যার দায়ে ৫ জনকে যাবজ্জীবন করাদন্ড দিয়েছেন আদালত।
বুধবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ হাকিম নুর মোহাম্মদ শাহরিয়ার কবীর এ রায় দেয়। এ মামলায় ১৯ জনকে খালাস প্রদান করা হয়।
মামলার এজাহার ও বাদী সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৪জানুয়ারী রাত সাড়ে ৯টার দিকে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় এলাকার বাবুল হাওলাদার (৫৫) দাওয়াত খেয়ে বাড়ী ফিরছিলেন। এসময় কালিবাড়ী দক্ষিণ খেয়া ঘাটের স্থানীয় আজিজুল হাওলাদালের দোকানের সামনে পৌছালে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার সাহেবালী মুন্সি লোকজন নিয়ে বাবুল হাওলাদারের ওপর আক্রমন চালায়। এতে বাবুল হাওলাদারের ছেলে ইমরান হাওলাদারসহ স্থানীয়রা এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেয়ার পরে তার মৃত্যু হয়।
এ ঘটনার পরের দিন ৫ জানুয়ারী রাজৈর থানায় ৪২ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়। ২০১৬ সালের ২৪ মে ২৭ জনকে দোষী করে চাজর্শীট দেয়া হয়। যার মধ্যে ৩ জন আসামী এরই মধ্যে মারা গেছে। দীর্ঘ শুনানী শেষে আদালত ১৯ জনকে খালাস এবং বাকি ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদাণ করেন। সেই সাথে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদন্ডের রায় দেন আদালত। এ রায়ে আসামী ও বাদীপক্ষ অসন্তোষ প্রকাশ করেন। দুপক্ষই উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানায়। রায়ের সময়ে ২২ জন আসামী উপস্থিত ছিলেন।
কেকে/এজে