বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ২০২৫ সেশনের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের ফেসবুক পেজে ঢাবি সভাপতি এস এম ফরহাদের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের বাইরে সেক্রেটারিয়েট সদস্য হিসেবে ১৫ জনকে রাখা হয়েছে।
কমিটির তালিকায় অফিস সম্পাদক মো. ইমরান হোসাইন, বিজ্ঞান সম্পাদক মো. ইকবাল হায়দার,ব্যবসায় শিক্ষা সম্পাদক হাসান মোহাম্মদ ইয়াসির, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক নুরুল ইসলাম নূর, প্রকাশনা সম্পাদক মো. আনিছ মাহমুদ ছাকিব, ছাত্র অধিকার ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক,মাজহারুল ইসলাম মুজাহিদ।
এছাড়াও প্রচার ও মিডিয়া সম্পাদক, মু. সাজ্জাদ হোসাইন খাঁন, অর্থ সম্পাদক নুরুল ইসলাম সাব্বির,শিক্ষা সম্পাদক আব্দুল্লাহ আল-আমিনসাহিত্য ও স্পোর্টস সম্পাদক মো. মিফতাহুল হোসাইন আল মারুফ, দাওয়াহ সম্পাদক হামিদুর রশিদ জামিল, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক ছৈয়দ তানবীর হাসান জাহিন আইন ও মানবাধিকার সম্পাদক মো. শরীফুল ইসলাম মুয়াজ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ।
এর আগে গত ২ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সেশনের সভাপতি এস এম ফরহাদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজী আশিকুর রহমান নির্বাচিত হয়।
কেকে/ এমএস