সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫,
১৪ মাঘ ১৪৩১
বাংলা English

সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
শিরোনাম: রেলের স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান সরকারের      মাঝরাত থেকে বন্ধ হওয়ার সম্ভাবনা ট্রেন চলাচল      ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি      গুচ্ছ ভর্তি পরীক্ষা বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়কে নির্দেশ      আমরা আনুপাতিক হারে নির্বাচন চাই: জামায়াত সেক্রেটারি      পুতুলের দুর্নীতি মামলার তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখনো আসেনি: মুখপাত্র      ক্ষমতা আর সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণদের কেনা যাবে না: হাসনাত       
গ্রামবাংলা
একটি পরিবার নিয়েই গড়ে উঠেছে গ্রাম
আবিদুর রহমান নিপু, ফরিদপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১১:৩৬ এএম  (ভিজিটর : ৮৪)
সারাদেশের আলোচিত গ্রাম বিষ্ণুপুর । ছবি: প্রতিনিধি

সারাদেশের আলোচিত গ্রাম বিষ্ণুপুর । ছবি: প্রতিনিধি

‘একটি বাড়ি নিয়েই একটি গ্রাম’ কথাটা শুনতে অবাক লাগলেও এমনই এক অদ্ভুত গ্রামের সন্ধান মিলেছে ফরিদপুরে। যেখানে বসবাস করে মাত্র একটি পরিবার, গ্রামের সংজ্ঞায় না পড়লেও এই গ্রামটি এখন সারাদেশে আলোচিত।

মাত্র ৬০ শতাংশ জমির উপরে আনুমানিক ২০০ বছর আগে গড়ে ওঠা গ্রামটির নাম বিষ্ণুপুর। ছোট্ট এই গ্রামটিকে স্থানীয়রা বেষ্টপুর নামেও ডেকে থাকেন।

গ্রামের সংজ্ঞায় না পড়লেও বিষ্ণুপুর এখন সারাদেশের আলোচিত গ্রাম। এই গ্রামের সবুজ প্রকৃতি আর হিমেল বাতাসে দোল খাওয়া ফসলি মাঠ নজর কাড়বে যে কারো।

আগে থেকেই গ্রামটি ছোট্ট, লোকসংখ্যা কমতে কমতে এখন একেবারে ছোট গ্রামে পরিণত হয়েছে বিষ্ণুপুর। সম্পূর্ণ কৃষি নির্ভর গ্রামটিতে আছে মাত্র একটি বাড়ি। যেখানে ছেলে সন্তান নিযে ১০ পরিবারের মোট ৩২ সদস্যের বসবাস।

চারিদিকে সবুজ ফসলী মাঠে ঘেরা গ্রামটির অবস্থান ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নে। উপজেলা সদর থেকে যার দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। বিষ্ণুপুর গ্রামের দক্ষিণে রয়েছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর গ্রাম এবং উত্তরে বোয়ালমারীর টোংরাইল গ্রাম। কাগজপত্র অনুযায়ী গ্রামটির নামও লেখা বিষ্ণুপুর।

এই গ্রামের একমাত্র প্রবীণ নারী বাসিন্দা আনোয়ারা বেগম জানালেন, গ্রামের নানা ইতিহাস। ছোট্ট গ্রামটিতে মুক্তিযুদ্ধকালে আশ্রয় ও নিয়েছিলো শত শত মুক্তিযোদ্ধা।

গ্রামটিতে বিদ্যুৎ থাকলেও নেই চলাচলের কোন রাস্তা। জমির আইল ধরে কাদামাটি মাড়িয়ে চলে যাওয়া-আসা। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় বর্ষাকালে, তখন ভরসা শুধুই নৌকা।

গ্রামটিতে কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। এমনকি নেই কোন মসজিদ ও। ফলে পায়ে হেটে প্রায় দেড় কিলোমিটার দূওে পাশের গ্রামের স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের। এতে পিছিয়ে পড়ছে গ্রামের শিশুরা।

গ্রামের আরেক বাসিন্দা জাহাঙ্গীর মোল্লা জানালেন, এক সময় গ্রামটিতে মোট পাঁচটি পরিবারের বসবাস ছিলো। নানা বঞ্চনা, দুর্ভোগ ও যোগাযোগের রাস্তাঘাট না থাকায় অনেকেই গ্রাম ছেড়ে চলে গেছেন। এখন শুধু তাদের পরিবারই গ্রামটিকে টিকিয়ে রেখেছেন।

তথ্য অনুযায়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘শ্রীমুখ’ গ্রামটি এশিয়ার সবচেয়ে ছোট গ্রাম। সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউপিতে অবস্থিত শ্রীমুখ গ্রামটির। সরকারি তালিকাভুক্ত ফরিদপুরের বিষ্ণুপুর গ্রামটিতে স্বাধীনতার আগে থেকেই বসবাস করে আসছে মাত্র একটি পরিবার। সেই হিসেবে দ্বিতীয় ছোট গ্রাম ফরিদপুরের বিষ্ণুপুর। গ্রামের সংজ্ঞায় না পড়লেও বিষ্ণুপুর এখন সারাদেশের আলোচিত গ্রাম।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  বিষ্ণুপুর গ্রাম   ফরিদপুর  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বাণিজ্য মেলার মেয়াদ বৃদ্ধির দাবী ব্যবসায়ীদের
হ্যাটট্রিক জয়ে প্লে অফের কাছাকাছি রাজশাহী
মহসিন উদ্দিন দুদু মিয়া
রেলের স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান সরকারের
পঞ্চগড়ে আলোয়াখোয়া ইউনিয়নকে হারিয়ে জয় বলরামপুরের

সর্বাধিক পঠিত

সীমান্তে ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিল বিএসএফ
হারিয়ে যাচ্ছে ভগবান চন্দ্র রায়ের জমিদার বাড়ির ঐতিহ্য
কাউনিয়ায় পুত্রবধূকে ধর্ষণ চেষ্টায় শশুর আটক
শাবিপ্রবির কুমিল্লা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তৌহিদ-সাগর
মাঝরাত থেকে বন্ধ হওয়ার সম্ভাবনা ট্রেন চলাচল

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝