মাগুরার শালিখায় কৃষক ছদ্মবেশ ধারণ করে আ: ছালাম জোয়ার্দার(৩৮) নামে গরুচোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ। আ: ছালাম জোয়ার্দার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোষা গ্রামের বাসিন্দা।
বুধবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়ার নেতৃত্বে শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এস আই) শাহ আলম, এস আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি চৌকস দল মাথায় মাথাল ও হাতে কৃষি সরঞ্জাম নীয়ে কৃষক ছদ্মবেশে নাঘোষা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া বলেন, গরু চোর চক্রের সক্রিয় সদস্য এবং মূল হতা আব্দুস ছালামকে গ্রেফতার করা হয়েছে এবং কোর্টে সফর্দ করা হয়েছে। তিনি আরো বলেন, গত দুই মাসের গরুচোর চক্রের চারজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।
কেকে/এআর