আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের হাড়লপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মন্ডল বুধবার ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল এগারোটার সময় মাজপাড়া কবরস্থান ও ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান শেষে পারিবারিক করব স্থানে তার দাফন সম্পন্ন হয়।
এসময় আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম, ওসি শফিকুজ্জামান সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক সহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক, এলাকার সুধিজন উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস