রাজউকের সদস্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। শনিবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, The Town Improvement Act, 1953 এর ধারা ৪(২) অনুযায়ী ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম- কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সদস্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা ওই প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
কেকে/এমআই