জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে রংপুরের কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মো. আখতার হোসেন এ কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণকালে তিনি বলেন, শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করলেও উন্নয়নের নামে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। দেশের ছোট নদীগুলোর ওপর আরও সেতু তৈরি করা যেত যদি এই অর্থ দেশের ভেতরেই থাকত।
তিনি আরো বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও দেশের মানুষ কষ্টে রয়েছে। বিচার বিভাগ স্বাধীন নয়, জজ ও বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। এজন্য নতুন সংবিধানের প্রয়োজন, যেখানে জবাবদিহিতা নিশ্চিত হবে এবং স্বৈরাচারী শাসনের সুযোগ থাকবে না।
আখতার হোসেন জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং টেপামধুপুর ইউনিয়নের তিস্তা পাড়ে একটি ইকোনমিক জোন প্রতিষ্ঠায় তিনি প্রচেষ্টা চালাবেন। তিনি বলেন, কেউ যদি ৮ শতক জমি দিতে পারেন, তবে সরকার থেকে বরাদ্দ এনে একটি কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির জেলা সংগঠক আলমগীর হোসেন, আরিফ হোসেন, রেজওয়ান হোসেন এবং সুমন আহমেদ। উপস্থিত ছিলেন কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম, কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন, এবং জাতীয় নাগরিক কমিটির স্থানীয় সংগঠকরা।
কেকে/এএম